গত দুদিনের ভারী বৃষ্টির জেরে জলমগ্ন পানাগড় বাজারের বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: সোমবার ২৯,মে :: গত দুদিনের ভারী বৃষ্টির জেরে জলমগ্ন পানাগড় বাজারের বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকা। নিকাশী নালা সাফাই না হওয়ার জন্য গোটা এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। বৃষ্টির জলের সাথে নিকাশি নালার জল মিশে ঢুকে পড়েছে বেশ কয়েকটি বাড়ির ভেতর।

ফলে জলবন্দি হয়ে পড়েছেন এলাকার বেশ কিছু বাসিন্দা। খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা এবং বিজেপি কর্মীরা পৌঁছে জল নিষ্কাশনের ব্যবস্থা করেন। বিজেপির অভিযোগ বছরখানেক ধরে তারা নিকাশী নালা সাফাই করার জন্য আবেদন জানিয়েছিলেন পঞ্চায়েতের কাছে কিন্তু কোনরকম কাজ হয়নি। যার কারণেই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষকে।

অপরদিকে কাঁকসা ব্লকের তৃণমূলের সহ-সভাপতি হিরণময় ব্যানার্জির অভিযোগ কিছুদিন আগেই নিকাশী নালা সাফাই করা হয়েছিল। তবে ১০০ দিনের কাজ বন্ধ থাকায় এবং ১০০ দিনের কাজের বকেয়া বে টাকা না দেওয়ার ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। কেন্দ্র টাকা দিচ্ছে না, ১০০ দিনের কাজ বন্ধ যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে বাংলার মানুষকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eight =