নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: বুধবার ২,এপ্রিল :: উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লকে নেজাট এর বিদ্যাধরী নদীতে কুমির দেখা গেল।খুশি, মাঝি মোল্লা থেকে যাত্রী ও সাধারণ মানুষ শুরু করে বারবার বিদ্যাদরী নদী রায়মঙ্গল ও ডাসা নদীতে কুমিরের সন্ধান পাওয়া গেছে কখনো পর্যটকদের ক্যামেরাবন্দি হয়েছে কখনো আবার মৎস্যজীবীদের নজরে এসেছে।
কয়েক মাসে পাঁচটি কুমির বিভিন্ন নদীতে দেখা মিলে । প্রাথমিক অনুমান দিক ভুল করে খাবারের সন্ধানে কুমির নদীতে ঢুকে পড়েছে বুধবাব সকাল আটটা নাগাদ নদীতে কুমিরের প্রায় ৩০ মিনিট ধরে কুমির ভেসেছিল তারপর নদী পারের বাসিন্দা থেকে শুরু করে নৌকা মাঝি মাল্লারা দেখতে বিদ্যাদরী নদীর পাড়ে