নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ২৩,ডিসেম্বর :: গত বছরের মত এবারও হাওড়ার ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে হতে চলেছে ক্রিসমাস কার্নিভাল। রবিবার কার্নিভালের প্রস্তুতি ঘুরে দেখেন হাওড়া ক্রিসমাস কার্নিভাল কমিটির চেয়ারম্যান সুমন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।
কমিটির তরফে এদিন একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, সোমবার বিকাল পাঁচটায় কার্নিভালের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিধায়কেরা। ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্নিভাল।
গত বছরের তুলনায় এবার হাওড়া ক্রিসমাস কার্নিভালে স্টলের সংখ্যা বেশি থাকছে। এবারে সোনাঝুড়ির হাট, সুন্দরবনের টেরাকোটা শিল্পীদের বিশেষ স্টল সহ মোট ৭৩টি স্টল থাকছে। থাকবে ফুড কোর্ট, ম্যাজিক শো, শিশুদের খেলার জায়গা। প্রতিদিনই সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।