গত বছর ছট পুজোর সময়কালে যে পরিমাণ ফল বিক্রি হয়েছিল সেই পরিমাণ ফল বিক্রি হচ্ছে না

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৭,নভেম্বর :: প্রতিবছরের মতো এই বছর ও ছট পুজোর আগে শিলিগুড়ির বিধান মার্কেটে ফল বাজারে ফল বিক্রি হচ্ছে। সারা বছরই জমজমাট থাকে বিধান মার্কেটের ফল বাজার।

তবে এ বছর বিক্রি কিছুটা কম জানিয়েছেন একজন ফল বিক্রেতা। গত বছর ছট পুজোর সময়কালে যে পরিমাণ ফল বিক্রি হয়েছিল সেই পরিমাণ ফল বিক্রি হচ্ছে না এমন জানিয়েছেন একজন ফল বিক্রেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 1 =