নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: গত রবিবারের পরে আজ আবারও স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে।
আজ একাদশ-দ্বাদশ শ্রেণিতে ১২,৫১৪টি শূন্যপদের জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে চলেছেন মোট ২,৪৬,৫০০ জন পরীক্ষার্থী। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৪৭৮টি পরীক্ষাকেন্দ্রে দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে।পরীক্ষা চলবে ১:৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীরা সকাল ১০টা থেকেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী, এবার OMR শিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা।
OMR শিট সংরক্ষণ করা হবে প্যানেলের মেয়াদ শেষের দু’বছর পর্যন্ত। OMR শিটের স্ক্যান কপি ১০ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে।
এসএসসি-র পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রগুলিতে আঁটসাঁট নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এবারের নিয়োগ প্রক্রিয়ায় নতুন চাকরি প্রার্থীদের পাশাপাশি ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের চাকরিহারারাও পরীক্ষায় বসার সুযোগ পাবেন। যদিও ওই প্যানেলের চিহ্নিত ‘দাগি’ বা অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবেন না।