গত ৫মাস ধরে বন্ধ কাঁকসার মিনি বাজার সংলগ্ন রাহুল স্প্রিং প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি কারখানা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ২৩শে এপ্রিল :: গত ৫মাস ধরে বন্ধ কাঁকসার মিনি বাজার সংলগ্ন রাহুল স্প্রিং প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি কারখানা। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন কারখানার শ্রমিকরা। কারখানার শ্রমিক তপন দাস জানিয়েছেন গত ৫ মাস আগে কাজে যোগ দিতে এসে তারা দেখেন কারখানা বন্ধ।

শ্রমিকদের না জানিয়ে কোনো রকম নোটিশ না দিয়েই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ৫মাস ধরে কারখানা বন্ধ থাকার জন্য আর্থিক অনটনে পড়েছেন তারা। দ্রুত কারখানা খোলার দাবিতে তারা এর আগেও আন্দোলনে নেমেছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। ফের রবিবার সকাল থেকেই তারা কারখানার গেট বন্ধ করে ও কারখানার পাশের একই মালিকের ওয়েট ব্রিজ বন্ধ করে অবস্থান বিক্ষোভে বসে।

শ্রমিকরা জানিয়েছেন তারা কারখানা খোলার পক্ষে। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ তাদের সাথে কথা বললে তারা কারখানা কর্তৃপক্ষকে যথেষ্ট সহযোগিতা করবে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের সাথে কোনো রকম যোগাযোগ করছে না।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 14 =