সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: শুক্রবার ১৮,এপ্রিল :: ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ভাঙড়ের সোনপুর বাজারে পৌঁছান কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আক্রান্ত পুলিশ কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি।
গত ১৪ এপ্রিল ভাঙড়ের শোনপুর বাজারে আইএসএফ কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছিল উত্তর কাশিপুর থানার পুলিশ। শুধু পুলিশকে মারধোর করাই নয়, পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল আইএসএফ কর্মী সমর্থকরা।
আর সেই ঘটনার ঠিক চারদিনের মাথায় সোনপুর বাজারের সেই ঘটনাস্থল পরিদর্শনে এলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জয়েন্ট সিপি রুপেশ কুমার ও অন্যান্য আধিকারিকরা।
এদিন ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তিনি উত্তর কাশিপুর থানাতেও যান। অন্যদিকে পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুরের পাশপাশি পুলিশকে মারধোরের ঘটনায় আজ আরও তিনজনকে গ্রেফতার করে বারুইপুর মহাকুমা আদালতে পাঠায় পুলিশ। সোনপুর বাজারের ঘটনায় এখনো পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করলো পুলিশ।