নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: নিম্নচাপজনিত বৃষ্টির কারণে জেলার অন্যান্য নদী গুলির সঙ্গে জল বাড়ছে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতেও। এই অবস্থায় সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে শহরের সতীঘাট সংলগ্ন গন্ধেশ্বরী নদীর অস্থায়ী কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিল বাঁকুড়া পৌরসভা।
প্রসঙ্গত, গন্ধেশ্বরী নদীর ওপারে কেশিয়াকোল, বিকনা-র মানুষের কথা ভেবে পৌরসভার তরফে গত বছর নভেম্বর মাসে অস্থায়ী এই কাঠের সেতুর তৈরী হয়। কারণ ঐ এলাকার মানুষ যেখানে মাত্র কয়েক মিনিটে বাঁকুড়া শহরে পৌঁছে যেতে পারেন, সেখানে সেতু সমস্যার কারণে দীর্ঘ পথ ঘুরে শহরে আসতে হতো।
এই কাঠের সেতু বন্ধ মানে জাতীয় সড়ক দিয়ে চার পাঁচ কিলোমিটার ঘুরে বাঁকুড়া শহরে পৌঁছাতে হবে। ফলে গ্রামের ছাত্র ছাত্রীরা বেশী সমস্যায় পড়বে। এছাড়াও রাতের দিকে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে দূর্ভোগের শেষ নেই বলে তারা জানান।
বাঁকুড়া পৌরসভার উপ পৌর প্রধান হীরালাল চট্টরাজ বলেন, নদীতে জল বাড়ার ফলে সেতুটি নড়বড়ে হয়ে গেছে। তাই আপাতত আমরা অস্থায়ী কাঠের সেতুর উপর দিয়ে চলাচল বন্ধ রাখলাম। জল কমলে নতুন করে মেরামতির কাজ শেষে ফের তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। একই সঙ্গে খুব দ্রুত এই জায়গাতে কংক্রিকেট বড় সেতু যা তৈরীর কাজ চলছে তা শেষ হয়ে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।