নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেলে বারোটি দোকান। কয়েক লক্ষ টাকা জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ক্যানিং বাজারের ব্রিজ রোড এলাকায়। আনুমানিক প্রায় রাত দেড়টা নাগাদ আগুন লাগে সেখানে। তারপর দাউ দাউ করে সেই আগুন জ্বলতে থাকে।
বাঁশ প্লাস্টিক কাঠ দিয়ে কাঠামো বানানো থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় মানুষজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নেভানো সম্ভব হয়নি। ইতিমধ্যেই খবর দেওয়া হয় দমকলকে। খবর দেওয়া হয় ক্যানিং থানার পুলিশকেও। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘন্টাখানেক এর চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
মূলত শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও। উল্লেখ্য এই এলাকায় এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বারবার কি করে এখানে আগুন লাগে তাও তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা এই আগুন লাগার কারণে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে।