নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ২৫,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েতের মাঠের পাড়া সাহা কলোনী এলাকা উত্তাল। গভীর রাতে এলাকাবাসী হাতেনাতে ধরলেন মধুচক্রের আসর। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই বাড়িতে অশ্লীল নাচগানের সঙ্গে চলছিল অসামাজিক কার্যকলাপ।
গ্রামবাসীরা একজোট হয়ে বাড়িটিতে হানা দেন। সেখান থেকে চারজন মহিলা ও একজন পুরুষকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক মহিলা জানান, “আমরা চাই এই নোংরামি বন্ধ হোক।”
একই সঙ্গে পঞ্চায়েত প্রধান হরে কৃষ্ণ মণ্ডল আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তা নিয়ে প্রশাসন কড়া নজর রাখবে। কালনা থানার পুলিশ আকবর আলি শেখ ও হার্ষিত ঘরামিকে গ্রেফতার করে ।