নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের পোল্ট্রি ফার্মের সামনে কাকদ্বীপ থেকে নামখানা গামী টোটো গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা ৪০৭ পন্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় টোটো তে থাকা দুই যাত্রীর।অল্পের জন্য বেঁচে গেলেও টোটোর আরেক যাত্রী গুরুতর জখম হন। তাকে কাকদ্বীপ স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে টাটা ৪০৭ পণ্যবাহী গাড়িটি সরাসরি এসে ধাক্কা মারে টোটো কে।
স্থানীয় মানুষ ছুটে আসে উদ্ধারে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। মৃত ও আহতদের এখনো কোনো পরিচয় জানা যায়নি।