নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: মঙ্গলবার ১৯,সেপ্টেম্বর :: বিজেপির জয়ী প্রার্থীর বাড়িতে আবারও বোমাবাজির ঘটনায় উত্তপ্ত নদীয়ার শান্তিপুর। ঘুমন্ত অবস্থায় বিছানার মধ্যে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের গবার চর মাঝেরপাড়া এলাকায়।
যদিও এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, ওই পঞ্চায়েতে বিজেপির সিম্বলে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন গৌরাঙ্গ বিশ্বাস নামে এক ব্যক্তি, এরপর জয়যুক্ত হন তিনি। তারপর থেকেই একাধিকবার গৌরাঙ্গ বিশ্বাস সহ অন্যান্য বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও বোমাবাজির ঘটনা ঘটে।
অভিযোগ, সোমবার গভীর রাতে গৌরাঙ্গ বিশ্বাসের পরিবারের অন্যান্য সদস্যরা বারান্দাতেই বিছানা করে ঘুমাচ্ছিলেন, তখনই একদল দুষ্কৃতী তাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। যদিও একটি বোমা বিছানার উপরে পড়তেই আহত হয় এক নাবালক সহ পুরুষ ও এক মহিলা, এছাড়াও বারান্দার পাশের একটি টিনের দরজা ভেঙেচুরে যায়।
এরপরে আতঙ্কে রাতের ঘুম উড়ে যায় বিজেপির জয়ী প্রার্থী গৌরাঙ্গ বিশ্বাসের পরিবারের। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ওই অঞ্চলের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ রায় বলেন, বিজেপি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে ।