নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কানপুর :: শনিবার ৭,আগস্ট :: গভীর রাতে লাইনচ্যুত হল সবরমতী এক্সপ্রেস । ট্রেনের অন্তত ২০টি কামরা বেলাইন হয়ে যায়। লাইনের উপর থাকা বোল্ডারে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। শুক্রবার রাত প্রায় আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
বারাণসী থেকে রওনা দিয়েছিল ট্রেনটি। গন্তব্য ছিল আমেদাবাদ। লোকো পাইলট জানিয়েছেন, ট্রেনটি আচমকা বোল্ডারে ধাক্কা খেয়ে বেলাইন হয়ে পড়ে। ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। একাধিক অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।
ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেল আধিকারিকরা। দুর্ঘটনার ফলে ওই লাইনে ট্রেন চলছে না। একাধিক ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে যাত্রীদের সরিয়ে কানপুর স্টেশনে পৌঁছোনো হয়েছে। সেখান থেকে অন্য ট্রেনের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে যাত্রীদের।