কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: গভীর রাতে সুজাপুর এলাকায় গোপন সূত্রে হানা দিয়ে ৫ জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করলো কালিয়াচক থানার পুলিশ। আটক ৫ জনের নাম কারিমুল্লা সেখ, মুজাফ্ফার রহমান, কাসেদ আলি, বাবলু সেখ ও আশিক সেখ । কারিমুল্লা, মুজাফ্ফার, কাসেদ কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর এলাকার বাসিন্দা, আশিক সেখ সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা ও বাবলু সেখ বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলের খেজুরিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে সুজাপুরে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় একটি গোপন ডেরায় লুকিয়ে ছিল।পুলিশের কাছে গোপন সুত্রে তথ্য আসায় পুলিশ ওই গোপন ডেরায় হানা দেয় এবং সেখান থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। তাদের তল্লাশি চালানোর সময় পুলিশ তাদের কাছ থেকে তিনটি ওয়ান শাটারসহ ১০ রাউন্ড কার্তুজ ও দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করে ।
পুলিশ ওই ৫জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।আজ ওই ৫ জনকে মালদা জেলা আদালতে হাজির করে কালিয়াচক থানার পুলিশ।