নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ১৮,ডিসেম্বর :: ভিড়ের মাঝে সহজেই চেনা যায়।অন্ধ,বৃদ্ধ,অনাথ,বিকলাঙ্গ দের জন্য বিনামূল্যে। বড় বড় অক্ষরে এই লেখা ঝুলছে টোটো গাড়ীতে।স্বামী বিবেকানন্দর মতাদর্শ মেনে চলা জীব সেবা,শিব সেবা সংকল্পে কালনার গ্রাম ও শহরের রাস্তা দিয়ে টোটো নিয়ে ছুটে চলেন তারক বিশ্বাস।
রাস্তাতে কোন অন্ধ,বৃদ্ধ,অনাথ,বিকলাঙ্গ মানুষজন দেখলেই বিনামূল্যে পৌঁছে দেন তাদের গন্তব্যে।তবুও পরিবার সমেত দুবেলা খাবার মতো টাকা রোজগার হয় তার। কালনার হাটকালনা পঞ্চায়েতের মল্লিক পাড়ায় বাড়ি তারক বিশ্বাসের(৫৩)। লক ডাউনে কলকাতার বেসরকারি সংস্থায় কাজ হারিয়ে ফিরে আসেন গ্রামের বাড়িতে।
এর পর থেকেই রোজগারের জন্য টোটো কিনে চালাতে শুরু করেন।রাস্তায় অসহায় কাউকে দেখলেই টোটোতে চাপিয়ে পৌছে দেন গন্তব্যে বিনামূল্যে।সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন।প্রথম প্রথম এই কাজে অনেক কটাক্ষ শুনতে হয়েছে,পরিবার থেকে আপত্তি এসেছিল।তাতে কর্ণপাত না করেই মানুষের সেবায় এগিয়ে গেছেন তারক বাবু।এখন তার কাজে খুশি পরিবার সহ এলাকাবাসীরা।