গরুপাচার মামলায় আবারও অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের

নিজস্ব প্রতিবেদক :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: গত ৭ মার্চ অনুব্রতকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। ১৪ মার্চ ১১টায় তাঁকে নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অনুব্রত। কিন্তু গত ১১ মার্চ তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। এরপর ডিভিশন বেঞ্চে সেই রায় চ্যালেঞ্জ জানান অনুব্রত। কিন্তু গত ২৯ মার্চ, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজকে নিয়ে গঠিত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চও বিচারপতি মান্থার এর রায় বহাল রাখে।

এই নিয়ে চতুর্থ বার অনুব্রতকে গরুপাচার মামলায় তলব করা হল। শেষবার তলব করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। সে বার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা দেননি। তার আগেও তিন বার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। কখনও নির্বাচনী ব্যস্ততা, কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন অনুব্রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + four =