গরুমারা অভয়ারণ্য চলছে গন্ডার গণনা কার্য, দায়িত্বের রাজ্যের বনদপ্তর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গরুমারা ফরেস্ট :: জলপাইগুড়ির গরুমারা অভয়ারণ্য এলাকায় মোট ২৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গন্ডার গণনার কাজ শুরু করা হয়েছে।২০১৯ সালে শেষবার যখন গণনা করা হয়েছিল এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা ছিল ৫২ টি। রাজ্যের বনদপ্তর আশা করছে এবারে গণনার পর সংখ্যা বৃদ্ধি পাবে।

মোট ৫০ টি দলে বিভক্ত হয়ে এই কার্য শুরু হয়েছে। রাজ্যের বনদপ্তর ছাড়াও, স্বেচ্ছাসেবী সংস্থার সংগঠন, পরিবেশ কর্মীরাও গণনা কার্যে অংশগ্রহণ করছেন।রাজ্যের বনদপ্তর জানিয়েছে প্রত্যেকটি গন্ডারের আলাদা করে নাম আছে। কারও নাম কান খাড়া ,আবার কারও নাম বোতল।

এছাড়া প্রত্যেকটি গন্ডারের সচিত্র পরিচয় পত্র রয়েছে। প্রত্যেকটি গণনাকারী দলের কাছে রয়েছে জিপিএস ট্র্যাকার আছে । গন্ডারের দেখা মিলতে করা হচ্ছে এরিয়া স্কেচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =