নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় পুলিশ চারজন গ্রামবাসীকে গ্রেফতার করলো। থানা চত্বরে গাড়ি আটকে তাদের মুক্তির দাবি জানায় গ্রামবাসীরা ।
যদিও পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে পরিস্থিতি সামাল দেয়। রবিবার ভোররাতে পূর্ব বর্ধমানের মেমারির মেরুয়া গ্রামে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে মারধর শুরু করে । ভিন রাজ্যের ওই ব্যক্তির মৃত্যু হয় এই ঘটনায়।
গ্রামবাসীরা জানাচ্ছেন গ্রামে কয়েক মাস ধরে গরু চুরির ঘটনা ঘটছে। বিগত এক মাসে প্রায় কুড়িটি গরু চুরি হয়েছে। এদিন গ্রামের একটি গোয়াল থেকে জনা পাঁচে দুষ্কৃতী গরু চুরি করতে গিয়ে পরিবারের সদস্যরা তাদের ধাওয়া করে। একজনকে ধরে ফেলে।
ওই গোয়ালের মধ্যেই পরিবারের সদস্যরা গরু পাহারা দিচ্ছিল লুকিয়ে জানা গেছে। এর পর উত্তেজিত গ্রামবাসীর তাকে মারধর শুরু করে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ হসপিটালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই গণপিটুনির ঘটনায় তদন্তে নেমে পুলিশ চারজন গ্রামবাসীকে গ্রেফতার করে।