গরু-দৌড়ের মধ্যে দিয়ে আজও বাংলার প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলেছে জয়নগর

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: বুধবার ১৯,জুলাই :: কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রাম-গঞ্জের প্রাচীন ও ঐতিহ্যবাহী বেশ কিছু খেলা বা প্রতিযোগিতা। তার মধ্যে অন্যতম মৈ-ছাড়া । অর্থাৎ গরু দৌড় প্রতিযোগিতা।

আগে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার এই বর্ষাকালে মৈ-ছাড়া বা গরু দৌড় দেখতে পাওয়া যেত। কিন্তু এখন তা অতীত । মুঠো ফোন , ইন্টারনেট এর মানুষজনের কর্মব্যস্ততায় সেভাবে আর রাজ্যে দেখতে পাওয়া যায় না এই ধরনের প্রতিযোগিতা । তবে এই প্রাচীন ও ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা এখনো দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকা ধরে রেখেছে ।

তার মধ্যে জয়নগরের বকুলতলা অন্যতম । বকুলতলা থানা এলাকার হানারবাটি ও বাগমারি এলাকায় টানা তিন দিন ধরে এই মৈ-ছাড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় স্থানীয় সোনালী সংঘ ও বাগমারি গ্রামবাসীবৃন্দের পরিচালনায়।

এই প্রতিযোগিতায় জয়নগর , কুলতলি সহ বিস্তীর্ণ এলাকা থেকে নানান রঙের শতাধিকের বেশি গরু যোগ দিয়েছে প্রতিযোগিতায় । আর এই গরু দৌড় দেখতে এলাকার ভিড় জমান আশপাশের প্রচুর কৌতুহলী মানুষজন । এই প্রতিযোগিতা ঘিরে এলাকা মেলার আকার ধারণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 8 =