কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: গরু পাচার করতে গিয়ে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশিসহ দুই গরু পাচারকারী। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর থানার কেদারিপাড়া এলাকার ঘটনা।ভরা কুয়াশার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে গরু পাচার হচ্ছিল। সেই সময় বিএসএফ এই দু’জনকে আটক করে।
ধৃতদের নাম মোহাম্মদ আজিজুল ও মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ আজিজুল এর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কুলাডাঙ্গা এলাকায়।অপর পাচারকারীর বাড়ি মালদার হবিবপুর থানার নব পাড়া এলাকায়। দু’জনকেই হবিপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফর ১৫৯ ব্যাটেলিয়ান।