নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: শুক্রবার ৩১,জানুয়ারি :: গরু পাচার করার আগেই ১৬টি গরু বাজেয়াপ্ত, গাড়ি মালিক ও চালক পলাতক। রামপুরহাট থানার সুরিচুয়া রাস্তার উপর, ঝাড়খন্ড সীমান্তের কাছে পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ১৬টি গরু বাজেয়াপ্ত করেছে।
পাচারকারীরা গরু বোঝাই একটি গাড়ি নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল, এমন সময় পুলিশের তল্লাশি চালানোর পর গাড়িটি আটক করা হয়। ঘটনাস্থল থেকে গরু এবং গাড়ি বাজেয়াপ্ত করা হলেও, গাড়ির মালিক ও চালক পালিয়ে গেছেন। পু
লিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং শীঘ্রই পাচারকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে। এ ধরনের অবৈধ কাজের সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়ছে।পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, তদন্তের মাধ্যমে গাড়ির মালিক ও চালককে শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।