গরু পাচার কান্ডে দেবের পর অনুব্রতকে সিবিআইয়ের তলব

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা দেবের পর এবার তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আজ বৃহস্পতিবার তাঁকে তলব করে একটি নোটিশ পাঠানো হয়।

অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি। বিভিন্ন সময়ে বেফাঁস মন্তব্যের জন্যও পরিচিতি রয়েছে তাঁর। নোটিশে তাঁকে ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে কলকাতার সিবিআই সদর দপ্তরে হাজির হতে বলা হয়েছে।

এর আগে গতকাল বুধবার একই মামলায় তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে তলব করে নোটিশ পাঠায় সিবিআই। তাঁকে ১৫ ফেব্রুয়ারি গোয়েন্দা সংস্থাটির দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত পথে প্রচুর গরু পাচার করা হয়। পাচার–কাণ্ডে জড়িত হিসেবে মূল সন্দেহভাজন এনামুল হকের বিরুদ্ধে মামলা করে সিবিআই। পরে তাঁকে দিল্লি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা সংস্থাটি। গত মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান এনামুল।

শুধু এনামুলই নন, পাচারে জড়িত থাকার অভিযোগে গত ১৭ নভেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্তে সিবিআই জেরা করেছে সীমান্ত এলাকার রাজনৈতিক নেতা, পুলিশসহ নানা স্তরের লোকজনকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + six =