গর্ভধারিণী বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ উঠল তারই ছেলেদের বিরুদ্ধে। অসহায় বৃদ্ধাকে মুর্শিদাবাদের কান্দি থেকে তুলে নিয়ে ফেলে গেল মালদা শহরে ফেলে পালাল কেউ বা কারা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ / মুর্শিদাবাদ :: সোমবার ৩,মার্চ :: চরম অমানবিক   ঘটনা । গর্ভধারিণী বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ উঠল তারই ছেলেদের বিরুদ্ধে। অসহায় বৃদ্ধাকে মুর্শিদাবাদের কান্দি থেকে তুলে নিয়ে ফেলে গেল মালদা শহরে ফেলে পালাল কেউ বা কারা।

অসহায় বৃদ্ধাকে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে শহরের বুকে অসহায়ভাবে বসে দেখতে দেখে তার দিকে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলা গ্রন্থাগার সচিব তথা আইনজীবি প্রসেনজিৎ দাস। তিনি বৃদ্ধাকে রাস্তার ধার থেকে তুলে আপাপত মাথা গোঁজার ঠাঁই করে দিলেন মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় অবস্থিত অনুভব বৃদ্ধাশ্রমে।

বৃদ্ধা শিবানী দাস জানালেন, তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। তার স্বামী মারা গেছেন। বর্তমানে রয়েছে তিন ছেলে, দুই মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে। সংসার, ছেলেপুলে রয়েছে। কিন্তু সম্প্রতি ছেলেরা তার বাড়ি বিক্রি করে দেয়। বাড়ি বিক্রির পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নিজের রাস্তা নিজে দেখে নিতে বলে।

এরপর কেউ বা কারা তাকে তাকে কান্দি থেকে মালদায় এনে রেখে চলে যায়। তাই এখন কি করবেন, না করবেন কিছুই বুঝে উঠতে •পারছেন না।এই প্রসঙ্গে জেলা গ্রন্থাগার সচিব তথা আইনজীবি প্রসেনজিৎ দাস জানান, চরম অমানবিক ঘটনা। এক ৭৮ বছরের বৃদ্ধার বাড়ি বিক্রি করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ভীষণ দুঃখজনক।

তাই তিনি অসহায় বৃদ্ধার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাকে কিছু জিনিসপত্র দিয়ে আপাতত অনুভব বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সেই সঙ্গে ওই বৃদ্ধার ছেলেদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য বৃদ্ধার মারফত আদালতে মামলা করতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eleven =