গর্ভবতী স্ত্রী কে মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: মালদা :: হরিশচন্দ্রপুর :: তুলসীহাট্টা :: সংবাদ প্রবাহ ::   প্রাণ বাঁচাতে নিজের বাবা, মায়ের কাছে আশ্রয় নিয়েছে স্ত্রী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর থানার তুলসীহাট্টা গ্ৰামের বৈজনাথপুর এলাকায় মঙ্গলবার রাতে। পরেরদিন সম্পূর্ণ ঘটনা জানিয়ে স্বামী, শশুর, শাশুড়ি সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা স্ত্রী লালবানূ বিবি। অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে ৭ বছর আগে লালবানূর সাথে বিয়ে হয় একই গ্ৰামের বাসিন্দা মোহাম্মদ সাহেরের। মেয়ের মা মাজেদা বিবির অভিযোগ, বিয়ের পর থেকে শুরু হয়েছে অত্যাচার, মারধর। গত দুই মাস ধরে তা চরম স্তরে পৌঁছেছে। এরই মধ্যে মঙ্গলবার রাতে আমার মেয়ে ঘুমিয়ে ছিল। সেই সময় মেয়েকে মারতে যায়।

 

ন৮ মাসের গর্ভবতী আমার মেয়ে কোন রকমে পালিয়ে আসে আমার কাছে। এরপর থেকে আমাদেরকেও প্রানে মারার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি আমরা। এদিকে স্বামীর উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে স্ত্রী লালবানূ বলেন স্বামী কোন কাজ করে না। শুধুই বলে আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে। আমার এক ছেলে ও মেয়ে আছে। রাতে ঘুমন্ত অবস্থায় আমাকে খুন করতে এসেছিল। আমি বাবার বাড়িতে পালিয়ে এসেছি। এখন ওরা হুমকি দিচ্ছে আমার বাবা , মাকেও খুন করবে। তাই স্বামী, শশুর, শাশুড়ি সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। এদিকে অভিযোগ দায়ের হতেই পালিয়ে গিয়েছে লালবানূর স্বামী সহ শশুর বাড়ির সদস্যরা।গৃহবধূর উপর অত্যাচারের ঘটনা প্রসঙ্গে হরিশচন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ নথিভুক্ত হয়েছে। অভিযুক্তরা কেউ বাড়িতে নেই। ওদের খোঁজ চলছে। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =