গলসিতে। গাছের সাথে হাত বাঁধা ও গলায় কাপড় জড়ানো ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গলসি :: সোমবার ১০,মার্চ :: মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গলসিতে। গাছের সাথে হাত বাঁধা ও গলায় কাপড় জড়ানো ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ইতিমধ্যে পুলিশ তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গ্ৰেফতার করেছে ,খুনের মামলা রুজু করে ধৃতকে সোমবার পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির পুরন্দগর কলাবাঁধ এলাকায়।তদন্তের স্বার্থে ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, ধৃত যুবক মহিলার সহকর্মী ছিলেন। তাঁরা দু’জনেই গলসির একটি চালকলে কাজ করতেন। লক্ষ্মীরামের বাড়ি গলসিরই কোন্দাইপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি উচ্চগ্রাম পঞ্চায়েত এলাকায়। মহিলার দু’বার বিয়ে। তিনটি সন্তানও রয়েছে। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গেও বর্তমানে তিনি থাকতেন না। গলসির এক চালকলে শ্রমিকের কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মহিলা কয়েক দিন ধরে বাড়িতেই ছিলেন। তবে ওই দিন কোথাও বেরিয়েছিলেন কি না, বার হলে কখন ফিরেছেন তা জানা যায়নি। সকালে দেহ দেখে গ্রামবাসীরাই পুলিশে খবর দেন।

পুলিশ দেহ ময়না তদন্তে পাঠায়। প্রত্যক্ষদর্শীদের অনুমান, দেহে কোনও ক্ষতচিহ্ন না থাকলেও যে ভাবে হাত বাঁধা আর গলায় ফাঁস লাগানো ছিল তাতে বোঝাই যাচ্ছে মহিলাকে খুন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 1 =