নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ১২,মার্চ :: একাদশ শ্রেণির পরীক্ষায় বসে বন্ধুর খাতা নিয়ে লেখার সময় মঙ্গলবার নজর পড়ে স্কুলের এক শিক্ষিকার । দুজনেরই খাতা কেড়ে নিয়ে পরীক্ষা শেষের কিছু মিনিট আগে ওই দুই ছাত্রীকে বের করে দেয় ওই শিক্ষিকা।
এরপরেই বাড়ি এসে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি হল পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত রাহাতপুর এলাকার আফসানা মন্ডল নামের একাদশ শ্রেণির এক ছাত্রী। বাকুলিয়া রাজেন্দ্রনাথ ইনস্টিটিউশন এর একাদশ শ্রেণির ওই ছাত্রী গতকাল স্কুল এই পরীক্ষা দিচ্ছিল।
সেখানেই সে বন্ধুর খাতা দেখে লেখার সময় তার শিক্ষিকা খাতা কেড়ে নেয়। এরপরই বিকেল বাড়িতে এসেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় । কালনা মহকুমা হসপিটালে দেহের ময়নাতদন্ত এর জন্য নিয়ে যাওয়া হয় । এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।