গল্পের গরু নয়, এবার বাস্তবের গরু উঠে পড়ল, তবে গাছে নয়, টিনের চালে। এমনই দৃশ্যতে হইচই পড়ে গেল দুর্গাপুরের ২৩ নং ওয়ার্ডের এমএএমসি কলোনীতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১১,জুলাই :: গল্পের গরু নয়, এবার বাস্তবের গরু উঠে পড়ল, তবে গাছে নয়, টিনের চালে। এমনই দৃশ্যতে হইচই পড়ে গেল দুর্গাপুরের ২৩ নং ওয়ার্ডের এমএএমসি কলোনীর বি-২ এলাকায়। আর এই ছবি এখন স্যোশাল মিডিয়ায় ভাইরাল, গরুর কীর্তি দেখে হেসে আটখানা নেটিজেনরা।

বি-টু ২৬১ নম্বর আবাসনে এদিন সকালে একটি গরু সিড়ি দিয়ে দোতলার ব্যালকনীতে উঠে যায়। সেখান থেকে আবাসনের সামনে তৈরী গ্যারেজের টিনের চালে উঠে পড়ে গরু। এরপর টিনের চালে দাপাদাপি শুরু করে গরুটি। এই দৃশ্য দেখে ভীড় জমে যায় এলাকায়। এলাকাবাসীরা থানা ও দমকলে ফোন করলে কোন সাড়া মেলেনি। অবশেষে বাড়ীর মালিক ও স্থানীয়রা ওই একই পথে গরুটিকে নামিয়ে আনতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 4 =