নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ৯,সেপ্টেম্বর :: গাছের তলায় আবর্জনার মধ্যে পড়ে রয়েছে ভোটার কার্ড। আসানসোলের সালানপুর থানা এলাকার ঘটনা।স্থানীয়রা প্রচুর পরিমাণে এই ভোটার কার্ড দেখতে পেয়ে ঘটনার খবর জানানো হয় পুলিশে।
স্থানীয়দের দাবি ভুয়ো বলেই এইভাবে ভোটার কার্ড গুলিকে ফেলে দিয়ে চলে গিয়েছে। কেউ বা কারা।এত পরিমান ভোটার কার্ড গুলিতে ঠিকানা দেওয়া রয়েছে আসানসোলের চিত্তরঞ্জনের। পরে পুলিশ এসে ভোটার কার্ড গুলিকে উদ্ধার করে নিয়ে যায়।সালানপুর থানার লহাট এলাকার একটি জঙ্গলের গাছের তলায় আবর্জনার স্তূপ থেকে মেলে ভোটার কার্ডগুলি।