গাছ পরিচর্যা করে দৃষ্টি শক্তির উন্নতি চশমা পরা ছেড়েছেন ব্যবসায়ী বাপি সাহা

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৬,জুন :: গাছ পরিচর্যা করে দৃষ্টিশক্তির উন্নতি, চশমা পরা ছেড়ে দিয়েছেন। বাপি সাহা গাছ পরিচর্চা করতে খুবই ভালোবাসেন। ছোট থেকে গাছের প্রতি তার অগাধ ভালোবাসা। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

তাঁর ছাদে বাগানে রয়েছে জাপানের মিয়াজোকি আম, এছাড়া বিভিন্ন রকমের ফুল গাছ, থাইল্যান্ডের জামরুল, এছাড়া আরো হরেক রকমের গাছ। প্রত্যেকদিন তিনি নিয়ম করে গাছপালা পরিচর্যা করেন।

গাছ পরিচর্যা সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হলে বাপি সাহা জানান, গাছপালা তিনি খুব ভালোবাসেন। ছোট থেকে গাছের প্রতি ভালোবাসা অগাধ।

সে কারণে তিনি বাড়ির ছাদে বাগান তৈরি করেছেন। কাজের চাপ থাকলেও প্রতিদিন নিয়ম করে গাছপালার পরিচর্যা করেন। পাশাপাশি তিনি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর বার্তা দেন।

আগুনে গরমে কাহিল শিলিগুড়ি , তার অন্যতম কারণ গাছপালা আগের তুলনায় অনেকটাই কম।জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। বড় বড় অট্টালিকা ইমারত তৈরি হয়েছে গাছপালা কাটা পড়েছে।

গাছের পরিচর্যা করবার জন্য তিনি খুব উপকৃত কারণ গাছের পরিচর্যা করবার কারণে আর এখন তাকে চশমা পরতে হয় না। আগে চোখে চশমা না পরলে দেখতে অসুবিধা হতো কিন্তু এখন সবকিছু পরিষ্কার দেখতে পান । তার দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে।

এই প্রসঙ্গে তিনি আরো জানান ডাক্তার তাকে বলেছেন যে গাছপালার পরিচর্যা করেন , সেই জন্য অনেকটা সময় সবুজের মধ্যে থাকেন। সবুজের মধ্যে থাকলে চোখের দৃষ্টিশক্তি উন্নতি হয়। সেই কারণে তাঁর চোখের দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − ten =