নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মালদহ :: শনিবার সকাল থেকে সারনা ধরমকে পৃথক কলম কোড দিতে হবে এই দাবিতে গাজলের আদিনা স্টেশনে জমায়েত হয়ে লাইনের ট্রাকে বসে বিক্ষোভ শুরু করে আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মীরা। সময় বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণ আদিবাসী সম্প্রদায়ের মানুষ এসে পৌঁছায় আদিনা স্টেশনে।
আদিবাসীদের এই বিক্ষোভকে সামনে রেখে পর্যাপ্ত পরিমাণ রেল পুলিশ মোতায়েন করা হয় স্টেশন চত্বরে, মোতায়েন করা হয় মালদা জেলা পুলিশের কর্মকর্তা সহ বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ ধরে চলে এই রেল রোকো কর্মসূচি। ঘটনাস্থলে উপস্থিত রেল পুলিশ এবং জেলা পুলিশের কর্তারা দফায় দফায় আলোচনা চালায় অবরোধকারীদের সাথে।
অবশেষে বেড়া দেড়টা নাগাদ রেল রোকো কর্মসূচি প্রত্যাহার করে সংগঠনের কর্মীরা। এরপর প্রায় কয়েক হাজার কর্মীদের নিয়ে আদিনা স্টেশন থেকে পান্ডুয়া স্কুল পর্যন্ত একটি মিছিল করা হয় সংগঠনের পক্ষ থেকে। যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয় জেলার বিশাল পুলিশ বাহিনী