নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: মঙ্গলবার ২৬,আগস্ট :: সোমবার দুপুর ১টা নাগাদ ফের গাজার নাসের হাসপাতালে ভয়াবহ ইজরায়েলি হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন সাংবাদিকও রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হামলার সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের ভিড় ছিল। বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে ওঠে এবং মুহূর্তেই হাসপাতালের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।
ঘটনার পর আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো একে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে।
এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “হাসপাতালে এমন প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” তবে তিনি একইসঙ্গে গাজা থেকে হামাসের অবস্থান চিহ্নিত করাকেও দায়ী করেছেন।
বর্তমানে হাসপাতালের আশেপাশে উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।