গাজোলে কয়েক বিঘার পুকুর দখলকে কেন্দ্র করে আকালপুর এলাকায় সংঘর্ষ।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৬,নভেম্বর :: গাজোলে কয়েক বিঘার পুকুর দখলকে কেন্দ্র করে আকালপুর এলাকায় সংঘর্ষ। আগুন জ্বলল বাড়ি গাড়িতে। আহত দুই পক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। এলাকায় চাপা উত্তেজনা।

সূত্রে জানা যায় গাজোল ২নং অঞ্চলের শ্যামপুর গ্রামে রয়েছে খাসের দুটি পুকুর , সেই পুকুর নিয়ে চলছে বিগত পাঁচ বছর ধরে আদালতে মামলা, নিষেধাজ্ঞা জারি রয়েছে। দখল করে খাচ্ছিল বিশ্বনাথ সরকার,পরেশ সরকার। তা নিয়ে সুরজিৎ পরামানিক, মনোজ প্রামানিকের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। হাঁসুয়া লাঠি সোটা ইট পাটকেল নিয়ে একে অপরের ওপর চড়াও হয়।

আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়ি ও বাড়িতে, ভাঙচুর করা হয় দোকানপাট ঘরবাড়ি, ঘটনার জেরে গুরুতর জখম হয় দুই পক্ষের বেশ কয়েকজন। গুরুতর আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে সাথে গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 14 =