নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৬,ডিসেম্বর :: মালদার গাজোলে যোগ্য হয়েও আবাস যোজনার ঘর নিলেন না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শিখা মন্ডল সরকার। যে জায়গায় আবাস যোজনা নিয়ে বিভিন্ন এলাকায় দুর্নীতি রাজ্যে চলছে মারামারি আর খুনো খুনি তেমনি একটি নজিরবিহির ঘটনা দেখা গেল গাজোলে।
গাজোল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শিখা মন্ডল সরকার ২০১৭ সালে আবাস যোজনার ঘরের আবেদন করেছিলেন। তারপর মাঝে কয়েকটা বছর চলে গেলেও তিনি নির্বাচিত হয়ে
গাজোল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদ সামলে জনপ্রতিনিধির কাজ করে চলেছেন। যদিও আবার যোজনার ঘর পাওয়া তার যোগ্য। তার বাড়িঘর কাঁচা । ওই বাড়িতেই তিনি বহু অসুবিধার মধ্যে রয়েছেন পরিবারের সাথে।।
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শিখা মন্ডল সরকার জানান তার পরিবারের তিন তিনটে ঘর স্যাংশন হয়েছিল। কিন্তু তার বক্তব্য জনপ্রতিনিধি হয়ে তিনি ভাবলেন যে আমার চেয়ে যারা আরও দরিদ্র রয়েছে তারা যেন এই তিনটি ঘর পায় ।
তাই নিয়ে গাজোল ব্লক দপ্তরের বিডিও কে লিখিতভাবে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জানান যে তার নামে ও তার পরিবারের নামে মোট তিনটি আবাস যোজনার ঘর এসেছে। তা তিনি বাতিল করার জন্য আবেদন জানান । যাতে ওই তিনটে আবাস যোজনা ঘর দরিদ্র সীমার নিচে যারা আছে তারা যেন পায়।