কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: গাজোল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের উপদেল গ্রামে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা প্রশাসনের নির্দেশে প্রত্যন্ত এলাকায় ছুটে যাচ্ছেন ব্লক প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকেরা।
শুনছেন গ্রামের মানুষের অভাব অভিযোগের কথা। তার ভিত্তিতে গ্রহণ করা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।।এদিন মূলত কৃষকদের বিভিন্ন প্রকল্প এবং চাষবাসের প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় কৃষকদের বোঝানো হয় জমিতে চাষ করতে গেলে কত পরিমান রাসায়নিক দ্রব্য ব্যবহার করা যাবে, যাতে কৃষকদের জমির ফসল খুব ভালো হয়।
পাশাপাশি পশ্চিমবাংলায় কৃষকদের কত রকম সরকারি পরিষেবা দেওয়া হয় তা নিয়ে বেনি ফিসারিদের বিশেষ বার্তা দেওয়া হয়। এই সভা গাজোল ব্লক প্রশাসন, গাজোল পঞ্চায়েত সমিতি, কৃষি দপ্তর এর যৌথ উদ্যোগে সভা করা হয়। বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান আগামী দিনে এই ধরনের সভা গাজোল ব্লকের প্রত্যন্ত গ্রামে গিয়ে করা হবে।
এই সভায় উপস্থিত ছিলেন গাজোল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস, যুগ্ন বিডিও সুব্রত শ্যামল, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, গাজোল ব্লকের কৃষি আধিকর্তা মাসুদুল রাকিব, সহ অঞ্চল নেতৃত্ব ।