নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১০,মে :: আজ মালদা জেলার গাজোল ব্লকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে তিন দিনের শিশুকে চুরির অভিযোগ উঠলো এক মহিলার বিরুদ্ধে । এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল দপ্তরে।
জানা গিয়েছে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে তিন দিন আগে হাসি সাহা নামে এক মহিলা এক শিশুকে জন্ম দেয় । আজ তিন দিনের মাথায় ওই শিশুটিকে চুরি করার অভিযোগ উঠল প্রিয়া পাল নামে মহিলার বিরুদ্ধে ।
অভিযুক্ত প্রিয়া পালের বাড়ি গাজোল ব্লকের গাজোল ওয়ান অঞ্চলের গরুহাটি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হসপিটাল দপ্তরে, খবর পেয়ে ছুটে আসেন গাজোল থানার পুলিশ সহ গাজোল থানার আইসি আশিস কুন্ডু ।