গাড়ির বেপরোয়া গতিতে আহত অন্তত পাঁচজন

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৬,মে :: শিলিগুড়ির শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা এসএফ রোডে শুক্রবার বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হন অন্তত পাঁচজন পথচারি ও বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি দ্রুতগতির গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে ধাক্কা মারে পাশাপাশি বেশ কয়েকজন বাইক আরোহীকেও ধাক্কা মারে।প্রসঙ্গত এই বিষয়ে জানা গেছে দোকানে নামার সময় গাড়ির চালক অসাবধান হয়ে এক্সেলেটরে চাপ দিয়ে বসেন। গাড়িটি তখন বন্ধ না থাকার কারণে দ্রুত গাড়িটি ছুটে যায় এবং বাইক ও গাড়িকে ধাক্কা মারে।

দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে একজনের পায়ে আঘাত লেগেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর উত্তেজিত জনতা গাড়ির চালককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ও গাড়িতে পাথর ছোঁড়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী এরপর গাড়ি চালক ও গাড়িটিকে আটক করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + ten =