সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৭,নভেম্বর :: গাড়ি চুরির ঘটনায় গ্রেপ্তার তিন। ভক্তিনগর থানা এলাকার আশরাফনগর থেকে একটি আই টেন গাড়ি চুরি যায় গত ২১ নভেম্বর। এই বিষয়ে জানা গিয়েছে ওই গাড়ির মালিক সিকিমে বেড়াতে গিয়েছিলেন। তবে তিনি সিকিম থেকে ফিরে এসে দেখতে পান গাড়িটি নেই।
এরপর তিনি ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত নামে, ভক্তিনগর থানার পুলিশ ওই গাড়িটি মালদা জেলার রতুয়া থেকে উদ্ধার করলো।জানা গিয়েছে গাড়ির জিপিআরএস লোকেশন থেকে এই গাড়িটিকে চিহ্নিত করা হয়।
মালদা জেলার পুলিশের সাহায্য নিয়ে গাড়িটি উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।মালদা জেলা পুলিশের সাহায্য নিয়ে ভক্তিনগর থানার পুলিশ গ্রেফতার করে আইহান সরফরাজ,মাসুদ আলম ও শামিম আক্তারকে।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া গাড়িটি।