গামছা দিয়ে ৩২ দিনে সাড়ে চার ফুটের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করে তাক লাগালেন সরকারি স্কুলের শিক্ষক তপন দাস।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৮,জুন :: গামছা দিয়ে ৩২ দিনে সাড়ে চার ফুটের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করে তাক লাগালেন সরকারি স্কুলের শিক্ষক তপন দাস। গামছা ছাড়াও রয়েছে পরিবেশ বান্ধব কাপড় ,সুতো দড়ি কার্ডবোর্ড ।

তপনবাবু পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা। এই এলাকারই রায় রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠ-এর শিক্ষক। এর আগেও তপনবাবু বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে সকলকে অবাক করেছিলেন। তিনি শুকনো কলাপাতা দিয়ে সরস্বতী প্রতিমা বানিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন।

এছাড়া সময় পেলেই তিনি কার্ডবোর্ড দিয়ে বিভিন্ন রকম মডেল তৈরি করেন এবং মূর্তি তৈরি করেন। তবে ফেলে দেওয়া এবং পরিবেশবান্ধব জিনিস বেশি ব্যবহার করেন তিনি।

গামছা ব্যবহারের কারণ প্রসঙ্গে তপন বাবু জানিয়েছেন, পূজা পার্বণে গামছা ব্যবহার হয়। পূজোয় দেবতার সামনে যে ঘট রাখা হয়। তার ওপরে গামছা দেওয়া হয়। এমন রীতি রয়েছে হিন্দু শাস্ত্রে।

তাই তিনি গামছাকেই বেছে নিয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করতে। জগন্নাথ দেবের রথযাত্রার আগে জগন্নাথ দেবের মূর্তি তৈরিতে এমন অভিনব শিল্প ভাবনা আলোড়ন ফেলেছে এলাকাসহ বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =