গায়ের জোরে লোকজন নিয়ে গিয়ে ক্লাব দখলের অভিযোগ উঠল রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৪,নভেম্বর :: জলকর দখলের পর এবার গায়ের জোরে লোকজন নিয়ে গিয়ে ক্লাব দখলের অভিযোগ উঠল রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে। আর এই অভিযোগকে ঘিরেই জোর চাঞ্চল্য ও সোরগোল তৈরি হল রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কাটাহা দিয়ারা এলাকায়।

জানা গেছে, মালদার রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কাটাহা দিয়ারা এলাকায় রয়েছে প্রায় ৫০ বছরের পুরনো একটি ক্লাব। সেই ক্লাবের নাম কাটাহা দিয়ারা বাসন্তী সংঘ। যা সরকারি অনুমোদিত ক্লাব।

ক্লাব সদস্যরা সারা বছর বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপে যুক্ত। অথচ এই ক্লাবঘর গত ৮ই নভেম্বর বেলা আড়াইটা নাগাদ বহিরাগত লোকজন নিয়ে গিয়ে গায়ের জোরে দখল করার অভিযোগ ওঠে রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে।

তাই ক্লাব কর্তৃপক্ষ এই বিষয়ে স্থানীয় মহানন্দাটোলা পুলিশ ফাঁড়িতে বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে এই ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।

ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিপিআইএম-এর রতুয়া এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম। তবে শুধু বিরোধীরাই নন। তৃণমূল বিধায়কের এহেন কর্মকান্ড ভালো চোখে দেখছেন না রতুয়ার তৃণমূল নেতৃত্বের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 12 =