নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গারুলিয়া :: বৃহস্পতিবার ০৫,অক্টোবর :: আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো।কিন্তু এর মাঝেই বর্ষার জন্য রাজ্যে ডেঙ্গি ভ্রুকুটি। রাজ্য সরকার কড়া নজরদারি রাখতে চাইছে ডেঙ্গি পরিস্থিতি ওপর।যাতে উৎসবের মধ্যেই ডেঙ্গি কে বাড়তে না পারে। উৎসবের মরশুমে ডেঙ্গি নিয়ন্ত্রনে রাখতে এবার তৎপর গারুলিয়া পৌর সভা।
তাই ডেঙ্গি নিয়ে সচেতন করতে পৌর কর্তৃপক্ষের তরফ থেকে গারুলিয়া পৌর এলাকার দুর্গা পুজো কমিটি গুলিকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো পৌর সভায় । এই বৈঠকে উপস্থিত ছিলেন গারুলিয়া পৌর সভার পৌর প্রধান রমেন দাস, উপ পৌর প্রধান অশোক সিং সহ পৌর সভার পৌর পারিষদ সদস্যরা ও কাউন্সিলররা।
এদিন পুজো কমিটি গুলিকে ডেঙ্গি সম্পর্কিত লিফলেটের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয়।এদিন পুজো কমিটি গুলির জন্য বেশ কিছু গাইড লাইন নির্দিষ্ট করে দেওয়া হয় যাতে পুজো গুলির জন্য কোন ভাবেই ডেঙ্গি না বাড়তে পারে।