নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ১৮,জুলাই :: গিরিধারী নদীতে ভেলা বানিয়ে বাংলাদেশে পাচারের আগেই ১৬টি গরু উদ্ধার করল বিএসএফ। বিএসএফের গৌহাটি ফ্রন্টিয়ারের কোচবিহার গোপালপুর সেক্টর হেডকোয়ার্টারের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়।
জানা গিয়েছে মধ্যরাতে পদ্মমারী বিওপির ভারত বাংলাদেশ সীমান্তের সিঙ্গীমারী এলাকার গিরিধারী নদীতে কলা গাছের গুড়ি দিয়ে ভেলা বানিয়ে ১৬টি গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা।
সেইসময় পদ্মমারী বিওপির বিএসএফ জওয়ানরা বিশেষ অভিযান চালিয়ে ১৬টি গরু উদ্ধার করে। উল্লেখ্য বর্ষাকালে আবহাওয়া খারাপ থাকলেও নিজেদের জীবন কে পরোয়া না করে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম ব্যর্থ করতে বিএসএফ জওয়ানরা সর্বদা নিরলসভাবে কাজ করে চলেছে।