নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৩,আগস্ট :: গত ৯ আগস্ট সেই নৃশংস ঘটনা ঘটার পর গুগল সার্চের শীর্ষ তালিকায় তরুণী ডাক্তারের খোঁজ। নিশ্চয়ই ভাবছেন? কলকাতার ঘটনার তথ্য জানতে চেয়ে সেই খোঁজ চালানো হয়েছে ? আজ্ঞে না। দ্য ক্যুইন্ট-এর তরফে গুগল অ্যানালাইসিসে উঠে এসেছে এক রোমহর্ষক তথ্য।
যেখানে দাবি করা হয়েছে, ২০ আগস্ট দুপুর ২টো অবধি নির্যাতিতার নাম করে তাঁর ধর্ষণের ভিডিও এবং ছবি দেখার ‘চাহিদা’ তুঙ্গে। এমনকী পর্ন সাইটেও আর জি কর নির্যাতিতার নাম নিয়ে ৩০০০ বার খোঁজ চালানো হয়েছে। অবিশ্বাস্য ঠেকলেও আরও একবার পড়ুন।
যে সমাজ ধর্ষিতা-নির্যাতিতার ছবি-ভিডিও দেখার উল্লাসে মেতে ওঠে, যেখানে বিজ্ঞাপন থেকে গানের লাইন, সবেতেই নারীকে ভোগ্য বা প্রলোভন হিসেবে দেখানো হয়, সেখানে দাঁড়িয়ে আবারও সমাজের মানসিকতা প্রশ্নের মুখে দাঁড় হয়। ভিড়ের মধ্যে মিশে থাকা সেই ‘ধর্ষকামী’রা নিত্যদিনই পথেঘাটে, চারপাশে মুখোশ পরে ঘুরছে।