নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: গুজরাটে সোমনাথ মন্দির দর্শনে যাওয়ার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৫ জনের। যার মধ্যে ৩ জন সম্পর্কে বাবা মা ও ছেলে।মৃতদের মধ্যে ৩ জন বর্ধমান শহরের বাদশাহী রোড এলাকার বাসিন্দা,
এবং অন্য একজন বর্ধমান শহরের শ্যামলাল এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী তার নাম অনিকেত তা।আর একজনের বাড়ি পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা তার নাম শুক্লা চট্টোপাধ্যায়।
এই ঘটনায় আরো চারজন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ১০ই ফেব্রুয়ারি নয়জনের একটি দল গুজরাটের ভ্রমণ করতে গিয়েছিলেন।
মৃতা আসানসোলের শুক্লা চট্টোপাধ্যয়
যার মধ্যে ছিলেন বর্ধমানের বাদশাহী রোড এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় তার স্ত্রী রিতা মুখোপাধ্যায় এবং ছেলে ঋতব্রত মুখোপাধ্যায় জানা গেছে ছেলে কলকাতার একটি কলেজে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছিল। এই দুর্ঘটনায় এই তিনজনেরই মৃত্যু হয়েছে।
গুজরাটের আমেদাবাদে জাতীয় সড়কের লিম্বডি তালুকের নবী মোরওয়াড় গ্রামের কাছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারলে এই ঘটনা ঘটে। জানা গেছে,২৩শে ফেব্রুয়ারী রবিবার তাদের ফেরার কথা ছিল।
রবিবার সকালে পাঁচটা নাগাদ একটি ট্রাভেলার গাড়ির চেপে তারা বের হয়েছিলেন। উদ্দেশ্য ছিল গির অরণ্যে পশুরাজ সিংহ দর্শন। কিন্তু তার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা।
বর্ধমানের বাদশাহী রোডে সম্প্রতি একটি বাড়ি কিনে ছেলেকে নিয়ে বসবাস করছিলেন দেবব্রত মুখোপাধ্যায় এখন সেই বাড়ি ফাঁকা অবস্থাতেই পড়ে রইল এলাকার বাসিন্দারা শোকোস্তব্ধ।
পাশাপাশি তাদেরই আত্মীয় শ্যামলালের বাসিন্দা পেশায় ব্যবসায়ী অনিকেত তা সম্প্রতি বিয়ে করেছেন। এই ঘটনায় তার মৃত্যু হয়েছে তার স্ত্রী গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।