নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ১১,জুলাই :: রাধা বজ্র মোহন জয় তম মন্দির ও সেবা আশ্রম প্রথম রক্তদান করেন গুরুজি নিজেই কোচবিহার সেন্ট জন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন ব্লাড সেন্টার ২৫ ইউনিট রক্ত তুলে দিলেন
আশ্রমের গুরুজীরা এবং ভক্তরা অনেকেই নিজের মূল্যবান রক্ত দান করেছেন। তার সাথে সকল ভক্তদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা হয়েছিল। সকল ভক্তদের রক্তচাপ নির্ধারণ পরীক্ষা এবং ওজন পরীক্ষা করা হয় আশ্রমে কোচবিহার ডাওয়া গুড়ি কদমতলায় । সকল ভক্তদের জন্য দুপুরে অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল।