নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: সোমবার ১০,জুন :: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। হরিহরপাড়ার গজনীপুর এলাকার ঘটনা। মৃত ওই তৃণমূল কর্মীর নাম সনাতন ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাত বারোটা নাগাদ সনাতন ঘোষ সহ আরো দুই জন দুগ্ধ ব্যবসায়ী গজনীপুর থেকে পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন মোটরবাইকে চড়ে।
গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী মোটরবাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে তাকে গুলি করে বলে অভিযোগ। তার দেহে একাধিক গুলি লেগেছে বলে জানা যায়। গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা কাছে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহারপাড়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা চলার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সনাতন ঘোষের। অভিযোগের তীর বিজেপির দিকে থাকলেও জেলা পুলিশ সূত্রে জানানো হয় জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন। এর সঙ্গে কোন রাজনীতির কোনো সম্পর্ক নেই। খুনিকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।