নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ৪,জুলাই :: গুলিবিIদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ । ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকায়। গুলিবিদ্ধ কর্মাধ্যক্ষ বর্তমান কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নাম রাজু দে । জানা যায় এদিন রাতে পার্টি অফিস থেকে মোটরবাইকে করে বাড়ির যাওয়ার সময় ঠিক তার বাড়ির সামনে একটি কালো রঙের চার চাকা গাড়িতে করে এসে তাকে গুলি করে বলে অভিযোগ।তৃণমূলের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি করেছে । তার ডান হাতে গুলি লাগে।