নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ৩০,মার্চ :: আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের দামাগোড়িয়া এলাকার এক লাইন হোটেলের সামনে থেকে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক যুবককে মোটর বাইক সহ আটক করে।
যুবককে জিজ্ঞাসাবাদ করতে উদ্ধার হয় একটি গুলি ভর্তি আগ্নেয় অস্ত্র! যুবকের নাম রেহান রাজা (২২) ঝাড়খণ্ডের ধানবাদ এলাকার বাসিন্দা। পুলিশের অনুমান এলাকায় বড়সড় কোন অপরাধমূলক কাজকর্মের জন্য এসেছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবক কে গ্রেফতার করে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানা গেছে।