নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৩,আগস্ট :: পূর্ব বর্ধমানের গুসকরা বাগদিপাড়া এলাকায় প্রাক্তন কাউন্সিলরের পরকীয়া নিয়ে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহে ছিলেন স্বামী। দামী গাড়িতে এক যুবকের সঙ্গে স্ত্রীকে দেখে রাস্তার মাঝেই গাড়ি আটকান তিনি।শুরু হয় তীব্র বচসা ও ধস্তাধস্তি। মুহূর্তে ভিড় জমে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনার ভিডিও স্থানীয় কয়েকজন মোবাইলে ধারণ করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগ, ওই যুবককে স্বামী প্রকাশ্য রাস্তায় চড়-থাপ্পড়ও মারেন। জানা গেছে, ওই যুবকের বাড়ি মেমারীতে এবং তিনিও বিবাহিত। দাম্পত্য জীবনের আট বছরে দম্পতির একটি ছয় বছরের সন্তান রয়েছে।প্রাক্তন কাউন্সিলর ওই মহিলা জানান, তিনি স্বামীর সঙ্গে আর থাকতে চান না।
তবে ঘটনায় কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিড় সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে যুবক মেমারীর উদ্দেশে রওনা হন।