নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ৩১,জানুয়ারি :: গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুতে তুলকালাম বরাকরে ঘটনার তদন্তে বরাকর ফাঁড়ির পুলিশ । মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হল আসানসোল জেলা হাসপাতালে।
ঘটনার সম্বন্ধে জানা যায় গতকাল রাত্রে বরাকরের ৬৭নং ওয়ার্ডের আরা ডাঙ্গালের বাসিন্দা মোহম্মদ রিজয়ানের বৌ সাবনাম খাতুনের বাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিশ।
এরপর ঘটনার খবর পেয়ে মৃতের পরিবার এসে বিক্ষোভ দেখায় শুরু হয় কথা কাটাকাটি থেকে আরম্ভ করে ঝামেলা। ঘটনার খবর পেয়ে বরাকর ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে গতকাল রাত্রি প্রায় দশটার সময় মৃতদেহ তুলে বরাকর ফাঁড়িতে নিয়ে আসা হয়।
এরপর মৃত পরিবারের তরফে দুইজনের নামে অর্থাৎ স্বামী মোহম্মদ রিজয়ান এবং শাশুড়ি সহযাদি খাতুনের নামে লিখিত অভিযোগ করা হয়। আজ শুক্রবার দুপুরে মৃতদেহের ময়না তদন্ত করা হবে আসানসোল জেলা হাসপাতালে বলে জানা গিয়েছে