সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শুক্রবার ১৫,নভেম্বর :: শুক্রবার ভোর রাতে ডায়মন্ড হারবারে স্টেশন বাজার চত্বর এলাকা থেকে এক গৃহস্থের বাড়ি থেকে চুরি হয় বেশ কিছু পিতল কাঁসার জিনিস এবং দুটি মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি।
শুক্রবার সকালে চুরি করা জিনিসপত্র নিয়ে যে ব্যক্তির বাড়িতে চুরি করেছিল সেই ব্যক্তির স্টেশন বাজার সংলগ্ন পিতল কাঁসার দোকানে চুরি করা জিনিস বিক্রি করতে আসে চোরটি।
চোর যুবক ঘুনাক্ষরে জানতে পারেনি শুক্রবার ভোররাতে যে বাড়ি যেতে সে চুরি করেছিল সেই বাড়ির সদস্যেরই দোকানে চুরি করা জিনিস বিক্রি করতে এসেছে। দোকানদার সেই জিনিস ক্রয় করার জন্য চোর যুবক কে বললে চোর যুবক একে একে চুরি হয়ে যাওয়া জিনিস নিয়ে দোকানে এসে উপস্থিত হয়।
নিজেদের চুরি হয়ে যাওয়া জিনিস দেখে মুহূর্তের মধ্যে চিনে ফেলে দোকানী। এরপর চোর যুবক কে রাস্তার ইলেকট্রিক পোস্টে বেঁধে চলে ধোলাই। চুরির কথা স্বীকার করে চোর যুবক। এই ঘটনা চাউর হতেই মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় ওই এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে আটক করে ডায়মন্ড হারবার থানায় নিয়ে আসে।